Logo
শিরোনাম

চিরিরবন্দরে বৃষ্টি কামনা করে ইসতিশকার নামাজ অনুষ্ঠিত

প্রকাশিত:সোমবার ১৮ জুলাই ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১০৮৫জন দেখেছেন
Image

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি:

চিরিরবন্দরে বৃষ্টির জন্য মহান আল্লাহর রমহত কামনা করে দুই রাকাত ইসতিশকার নামাজ আদায় করে বিশেষ মোনাজাত করেছেন মুসল্লিরা।

সোমবার সকাল সাড়ে ৫টায় দিনাজপুরের চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এ ইসতিশকার নামাজ ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ কমিটির নেতৃবৃন্দ এ ইসতিশকার নামাজ ও মোনাজাতের আয়োজন করে। নামাজ ও মোনাজাত পরিচালনা করেন চিরিরবন্দর কেন্দ্রীয় ঈদগাহের ইমাম মাওলানা তৈয়ব আনসারী।

চিরিরবন্দর উপজেলা একটি কৃষি নির্ভর এলাকা। উপজেলায় দীর্ঘ দিন ধরে অনাবৃষ্টি অব্যাহত থাকায় ব্যাহত হচ্ছে কৃষিকাজ। পর্যাপ্ত বৃষ্টিপাতের অভাবে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় দিনপার করছেন কৃষকরা। বৃষ্টির অভাবে বর্ষা মৌসুমেও প্রচণ্ড খরায় অনেক আবাদি জমি ফেটে গেছে। প্রচণ্ড গরম ও খরতাপে কৃষকসহ সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার উপক্রম হয়েছে। খরা ও অনাবৃষ্টি থেকে রক্ষা পেতে বৃষ্টি কামনা করে ইসতিশকার নামাজ ও বিশেষ মোনাজাত আদায় করছে এলাকাবাসী। ইসতিশকার নামাজ ও মোনাজাতে অন্তত পাঁচ-সাত শতাধিক মুসল্লি অংশগ্রহণ করে।

নামাজে অংশগ্রহণকারী কয়েকজন মুসল্লি জানায়, এই সময়ে বৃষ্টিতে জমিসহ চারদিকে পানি থৈ থৈ করে থাকে। কিন্তু এ বছর সম্পূর্ণ বিপরীত অবস্থা দেখা দিয়েছে। আষাঢ় মাস শেষ হলেও আকাশের তেমন বৃষ্টি নেই। তাই মহান আল্লাহর দরবারে দুই রাকাত নামাজ আদায় করে দোয়া করেছি। মহান আল্লাহ যেন এই পরিস্থিতির অবসান ঘটান।


আরও খবর