Logo
শিরোনাম

ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে বিপাকে ম্যাজিস্ট্রেট

প্রকাশিত:বুধবার ১৫ জুন ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসাইন সবুজকে আটক করতে গিয়ে বিপাকে পড়েন জেলা প্রশাসনের এক নির্বাহী ম্যাজিস্ট্রেট। আজ বুধবার দুপুরে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন চলাকালে এ ঘটনা ঘটে।

কুবি ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসাইন সবুজ টাকাসহ শালবন বৌদ্ধ বিহার সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে অবস্থান করছেন। এরপর তাকে ধরতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজিবির ফোর্স নিয়ে হাজির হন। বিশ্ববিদ্যালয়ের তিনটি হল লাগোয়া ওই প্রাথমিক বিদ্যালয়ের সামনে ইলিয়াসকে আটক করার চেষ্টা করা হলে হল ছাত্রলীগের নেতাকর্মীরা বাধা দেয়। এসময় নিরূপায় হয়ে চলে যান ওই নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালমানপুর এলাকা অবস্থান নিয়ে মিছিল করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।

এ বিষয়ে জানতে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি ইলিয়াস হোসাইন সবুজের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি রিসিভ করেননি।সদর দক্ষিণ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষকেও মুঠোফোনে পাওয়া যায়নি।ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা বশিরুল ইসলাম জানান, আমি বিষয়টি শুনিনি।


আরও খবর