Logo
শিরোনাম

চীনে একসঙ্গে দুর্ঘটনার শিকার ২০০ গাড়ি!

প্রকাশিত:বুধবার ২৮ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৫৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঘন কুয়াশার মধ্যে চীনের ঝেংঝু শহরের এক সেতুর ওপর দুইশত গাড়ির বিশাল এক সংঘর্ষ বেধেছে। বুধবারের ঘটনায় একজন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবি এবং ভিডিওগুলিতে ঝেংজিন হুয়াংহে সেতুতে গাড়ি এবং ট্রাকগুলিকে একে অপরের উপরে চূর্ণবিচূর্ণ এবং স্তূপ করা অবস্থায় দেখা গেছে। ভিডিওতে একজনকে বলতে শোনা গেছে, এটা খুবই ভীতিকর। এখানে লোকে ভরা, আমার মনে হয় না আমরা সেতু থেকে নামতে পারব।’

আহতদের মধ্যে অনেকেই তাদের যানবাহনে আটকা পড়েছিলেন এবং ফায়ার বিভাগ সাহায্যের জন্য ১১টি ফায়ার ট্রাক এবং ৬৬ জন ফায়ার রেসকিউ কর্মী পাঠিয়েছে বলে রাষ্ট্রীয় মিডিয়া জানিয়েছে।

অনেক এলাকায় দৃশ্যমানতা বুধবার সকালে ৫০০ মিটারের কম ছিল এবং কখনও কখনও ২০০ মিটার পর্যন্ত নেমে গিয়েছিল বলে আবহাওয়া পরিষেবা জানিয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, ২০০টির বেশি গাড়ি একে অপরের সঙ্গে ধাক্কা খেয়েছে। ইয়েলো রিভারের একটি প্রধান ক্রসিং ব্রিজের ওপর দিয়ে উভয় দিকে চলাচলকারী গাড়িগুলি অসংখ্য দুর্ঘটনায় জড়িত ছিল।

পরে পুলিশ সেতুটি সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩