Logo
শিরোনাম

চার মাস পর ময়মনসিংহ মেডিকেলে সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০২ সেপ্টেম্বর 2০২1 | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৬৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এই সময়ে করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। গত চার মাসে এটিই ময়মনসিংহ মেডিকেলে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন-নেত্রকোনা সদরের রনি মিয়া (১৮), কেন্দুয়ার ইউনুস আলী (৭২) ও শেরপুর সদর উপজেলার আক্কাস আলি (৫৫)।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বর্তমানে আইসিইউতে ১০ জনসহ করোনা ইউনিটে মোট ১৪৭ জন রোগী চিকিৎসাধীন আছেন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১৩ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।

ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও অ্যান্টিজেন টেস্টে ১০৫৮টি নমুনা পরীক্ষা করে ১১৭ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনাক্তের হার ১১.০৫ শতাংশ।


আরও খবর