Logo
শিরোনাম

চার কোটি টাকার চোরাই গার্মেন্টস পণ্যসহ আটক ৪

প্রকাশিত:বৃহস্পতিবার ০৮ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৭২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় চার কোটি টাকা মূল্যের রফতানিযোগ্য চোরাই গার্মেন্টস পণ্যসহ ৪ জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪)। বুধবার (৭ সেপ্টেম্বর) রাতে পরিচালিত এক অভিযানে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব-৪ এর অধিনায়ক ডিআইজি মো. মোজাম্মেল হক জানান, কুমিল্লার সদর দক্ষিণ থানা এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি টাকা মূল্যের রফতানিযোগ্য চোরাই গার্মেন্টস মালামালসহ সংঘবদ্ধ আন্তঃজেলা চোরচক্রের ৪ সদস্যকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মালামালসহ একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিরপুর র‌্যাব-৪ এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও জানান ডিআইজি মো. মোজাম্মেল হক 


আরও খবর