Logo
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুর মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ১৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১২৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর পৌর এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় হাসান (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ আরেক শিশু জাহিদুল (১০) রাজধানীর একটি হাসপাতালের চিকিৎসাধীন আছে।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীতে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত হাসান উপজেলা সদরের চরেরকান্দা গ্রামের আব্দুর রহমানের ছেলে।

এর আগে দুপুর পৌনে ২টায় উপজেলা সদরের জামাল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দুইজন শিশু দগ্ধ হয়।

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ধারণা করা হচ্ছে, একটি রেস্টুরেন্টের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন আশপাশের দোকানগুলোতেও ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ অগ্নিকাণ্ডে মার্কেটে থাকা হার্ডওয়্যার, ওষুধ ও কৃষি বীজসহ বিভিন্ন পণ্যের ১২টি দোকান পুড়ে যায়।

তিনি আরও বলেন, আহত দুই শিশুর মধ্যে হাসান নামে এক শিশু মারা গেছে। অপর শিশু চিকিৎসাধীন।

 


আরও খবর