Logo
শিরোনাম

বন্যার পানিতে ভেসে গেছে ৪ শতাধিক পুকুরের মাছ

প্রকাশিত:সোমবার ২৭ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১১১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

হবিগঞ্জের লাখাই উপজেলায় বন্যার পানিতে প্রায় চার শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এ কারণে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে চাষিরা। সোমবার (২৭ জুন) সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, লাখাই উপজেলার মুড়িয়াউক, করাব, বামৈ ও মোড়াকড়ি ইউনিয়নের পুকুর বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সঙ্গে বন্যার শুরুতে পুকুরের চারদিকে জাল ও বাঁশের বেড়া ব্যবহার করা হলেও শেষ রক্ষা হয়নি। এ ছাড়াও সম্প্রতি টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় বন্যার সৃষ্টি হয়।

এদিকে উপজেলা মৎস্য সম্প্রসারণ অধিদপ্তর জানায়, উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া পুকুরের আয়তন প্রায় ৮০ দশমিক ৬৫ হেক্টর। এতে সম্ভাব্য ক্ষতির পরিমাণ প্রায় ৩ কোটি ৮৮ লাখ ৮ হাজার টাকা।

সিংহগ্রামের মাছ চাষি আব্দুল কদ্দুছ বলেন, আমি এ বছর চারটি ব্যক্তি মালিকানাধীন পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলাম। মাছগুলো বেশ বড় হয়েছিল। বন্যায় সবকটি পুকুর তলিয়ে মাছ হাওরে ভেসে গেছে। মাছ চাষি জামিল হোসেন বলেন, বেশ কয়েকটি পুকুর লিজ নিয়ে মাছ চাষ করেছিলাম। তবে বন্যায় সব পুকুর তলিয়ে গেছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার বলেন, বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত পুকুরের সংখ্যা আরও বেশি হওয়ার সম্ভাবনা আছে। প্রতিদিন আমাদের কাছে আরও অনেক তথ্য আসছে।

নিউজ ট্যাগ: হবিগঞ্জে বন্যা

আরও খবর