Logo
শিরোনাম

বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২০ কি.মি. থেমে থেমে যানজট

প্রকাশিত:বৃহস্পতিবার ০৭ জুলাই ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঈদযাত্রায় অতিরিক্ত যানবাহনের চাপ ও সড়কে ফিটনেস বিহীন গাড়ি বিকল হওয়ার কারণে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কে ২০ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) রাত থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে রসুলপুর পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

যানজটের কারণে ঘর মুখো মানুষ বিশেষ করে নারী ও শিশুরা বিপাকে রয়েছেন। অন্যদিকে ঢাকাগামী গরু বোঝাই ট্রাকগুলো দীর্ঘসময় রাস্তায় আটকে থেকে গরুগুলো অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া সময় মতো গন্তব্যে পৌঁছাতে না পারলে ন্যায্যমূল্য গরু বিক্রি করতে পারবেনা বলছে গরু ব্যবসায়ীরা।

বঙ্গবন্ধুসেতু পূর্ব থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঈদকে কেন্দ্র করে ঘর মুখো মানুষ ও ফিটনেস বিহীন গাড়ি বিকল হওয়ায় রেকার দিয়ে সরাতে সময় লেগেছে। তাছাড়া ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী গাড়িগুলো মহাসড়ক ব্যবহার করছে।

উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী শুধু গরু ভর্তি গাড়িগুলো মহাসড়ক ব্যবহার করছে। আর বাসগুলো ভূঞাপুর দিয়ে ঘুরিয়ে এলেঙ্গা পাঠানো হচ্ছে। যাতে মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি না হয়।


আরও খবর