Logo
শিরোনাম

বক্স অফিসে আবার দ্য রক–ঝড়

প্রকাশিত:মঙ্গলবার ০৮ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ৯৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ডোয়াইন জনসনের সিনেমা মুক্তি পাবে, আর সেটি বক্স অফিসে ঝড় তুলবে না, তা কি হয়? ব্যতিক্রম নয় ব্ল্যাক অ্যাডামও। মুক্তির তৃতীয় সপ্তাহে এসে ৩০০ মিলিয়ন ডলার আয়ের মাইলফলক গড়ল ছবিটি।

ডোয়াইন অভিনীত সুপারহিরো সিরিজের সিনেমা ব্ল্যাক অ্যাডাম গত ২১ অক্টোবর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে। মুক্তির শুরু থেকেই বিশ্বব্যাপী বক্স অফিসে দারুণ ব্যবসা করছে সিনেমাটি। মুক্তির তৃতীয় সপ্তাহে এসেও বক্স অফিসের শীর্ষস্থান দখল করছে। এখন পর্যন্ত ছবিটি বিশ্বব্যাপী আয় করেছে ৩০০ মিলিয়ন ডলার।

ছবির এই সাফল্য নিয়ে টুইট করেছেন ডোয়াইন জনসন। তিনি লিখেছেন, ব্ল্যাক অ্যাডাম সিনেমা ইন্ডাস্ট্রির ব্যবসা আরও শক্তিশালী করছে। ছবিটি টানা তৃতীয় সপ্তাহেও বিশ্বের এক নম্বর ছবি। এতে আমি অনেক খুশি। এ ছবিতে ব্ল্যাক অ্যাডাম চরিত্রে অভিনয় করেছেন দ্য রকখ্যাত জনপ্রিয় অভিনেতা ডোয়াইন জনসন। প্রথমবারের মতো ডোয়াইন ডিসি কমিকসের ছবিতে অভিনয় করেছেন। এ ছাড়া সিনেমায় দেখা গেছে সাবেক জেমস বন্ড তারকা পিয়ার্স ব্রসনানকে।

ডিসি কমিকসের সুপারহিরো সিরিজ শাজাম’–এর প্রধান ভিলেন বলা হয়ে থাকে ব্ল্যাক অ্যাডামকে। যদিও ভিলেন নয়, অ্যান্টিহিরো হিসেবেই বেশি পরিচিত চরিত্রটি। ডোয়াইন ছাড়াও ব্ল্যাক অ্যাডাম সিনেমায় আরও অভিনয় করেছেন অ্যালডিস হজ, নোয়া সেন্টিনিও প্রমুখ। ছবির চিত্রনাট্য লিখেছেন অ্যাডাম স্টাইকিয়েল, ররি হেইনস ও সোহরাব নশিরভানি। একসময় মিসরীয় দেবতাদের ঐশ্বরিক ক্ষমতার অধিকারী হয় ব্ল্যাক অ্যাডাম। শুরু হয় আধুনিক বিশ্বে ন্যায়বিচার আর প্রতিশোধের এক রোমাঞ্চকর লড়াই। এমনই এক গল্প নিয়ে নির্মাণ করা হয়েছে ডিসি কমিকসের জনপ্রিয় অ্যান্টিহিরো ছবি ব্ল্যাক অ্যাডাম

নিউজ ট্যাগ: ব্ল্যাক অ্যাডাম

আরও খবর