Logo
শিরোনাম

বিয়ের দুই মাসের মাথায় স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার

প্রকাশিত:শুক্রবার ০৫ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১১৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামের বসতঘর থেকে খাদিজা বেগম স্মৃতির মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী জাহিদুল ইসলামকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে জাহিদুল। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানি কামান্ডার এএসএম মাঈদুল ইসলাম এ তথ্য জানান। গত ২৮ জুন মঙ্গলবার গাজীপুরের শ্রীপুরের বারতোপা গ্রামে এ ঘটনা ঘটে।

হত্যাকান্ডের শিকার খাদিজা বেগম স্মৃতি (২২) বারতোপা গ্রামের মৃত বাহাদুর খাদেমের মেয়ে। এ ঘটনায় স্মৃতির স্বামী মো. জাহিদুল ইসলাম (২৭) কে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার জাহিদুল ইসলাম জেলার শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড গ্রামের সবুর উদ্দিনের ছেলে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, হত্যাকান্ডের ঘটনায় নিহতের মা আলেয়া বেগম বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করেছেন। শুক্রবার আসামিকে আদালতে পাঠানো হবে।

নিউজ ট্যাগ: স্ত্রীকে হত্যা

আরও খবর