Logo
শিরোনাম

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

প্রকাশিত:রবিবার ১২ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ৭৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ঢাকা মহানগর উত্তর বিএনপির পদযাত্রাপূর্ব সমাবেশ থেকে নুতন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শ্যামলীতে পদযাত্রা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, আগামী ১৮ ফেব্রুয়ারি দেশের সব মহানগরে পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, বিদ্যুৎ, গ্যাস, চালসহ নিত্যপণ্যের লাগামহীন মূল্যের প্রতিবাদ, খালেদা জিয়াসহ কারাবন্দিদের মুক্তি, সরকারের পদত্যাগ, সংসদ বাতিল ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এই পদযাত্রা কর্মসূচি পালন করা হবে।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ যারা যুগপৎ আন্দোলন করছে সকলেই আগামী ১৮ ফেব্রুয়ারি পদযাত্রা কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণে পৃথকভাবে পদযাত্রা কর্মসূচি অনুষ্ঠিত হবে।

এর আগে, গত ৭ ফেব্রুয়ারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ৯ ও ১২ ফেব্রুয়ারি ঢাকায় পদযাত্রা কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন। কিন্তু তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে হতাহতের ঘটনায় শোক ও সমবেদনা জানিয়ে ৯ ফেব্রুয়ারির পদযাত্রার কর্মসূচি স্থগিত করা হয়।


আরও খবর