Logo
শিরোনাম

বগুড়ায় ট্রেনে কাটাপরে পা বিচ্ছিন্ন, গৃহবধূর মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ০৮ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১১৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ার সোনাতলায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে পা কেটে গুরুতর আহত রেনু বেগম (৫০) নামের এক গৃহবধূ হাসপাতালে মারা গেছেন।

মঙ্গলবার সকালে সোনাতলা রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

স্থানীয়রা জানান, নিহত গৃহবধূ রেনু বেগম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সৈয়দপুর ইউনিয়নের মধুরাপুর তেলিপাড়া গ্রামের মৃত জসিম উদ্দিনের স্ত্রী। তিনি কয়েক দিন আগে শহরের একটি ক্লিনিকে চোখের অপারেশন করান। চিকিৎসক তাকে এক সপ্তাহ পর দেখানোর জন্য যেতে বলেন।

ডাক্তারের কাছে যাওয়ার জন্য তিনি মঙ্গলবার সকালে সোনাতলা রেলওয়ে স্টেশনের ২ নম্বর রেললাইনে দাঁড়িয়ে ছিলেন।

ট্রেনে উঠতে তারা ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইন হয়ে প্লাটফর্মে উঠার চেষ্টা করছিলেন। রেনু বেগম দ্রুতগতিতে আসা ট্রেনের নিচে পড়ে যান।

এতে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়। স্বজন ও স্থানীয়রা প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন।

কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে স্থানান্তর করেন। হাসপাতালে ভর্তির পর চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।

এসআই আমিনুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়েছে। হাসপাতালে মৃত্যু হওয়ায় বিষয়টি সদর থানায় এখতিয়ারভুক্ত।


আরও খবর