Logo
শিরোনাম

বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে

প্রকাশিত:শুক্রবার ০৪ ফেব্রুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১২৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বাসায় রেখে মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার বিকেলে এ কথা বলেন।

ডা. জাহিদ বলেন, ম্যাডামকে বাসায় রেখে মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন চিকিৎসক দলের কোনো না কোনো সদস্য তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেন, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষা করেন। তাঁর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে সে অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে।

জাহিদ আরও বলেন, বেগম জিয়ার স্বাস্থ্যঝুঁকি রয়েছে। কারণ, তাঁর লিভার সিরোসিস। যে রোগের চিকিৎসা আমরা এখনও করাতে পারিনি। এ দেশে এর চিকিৎসা সম্ভব নয়।

গত ১৩ নভেম্বর রক্তবমি হলে সাবেক প্রধানমন্ত্রীকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়। পরে তাঁর চিকিৎসার জন্য ওই হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে ১০ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।

ডা. এ জেড এম জাহিদ জানান, বেগম খালেদা জিয়া বাসায় ফেরার দিন সন্ধ্যায় তাঁর স্বাস্থ্যের সর্বশেষ অবস্থা তুলে ধরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলন করেন মেডিকেল বোর্ডের সদস্যরা। তিনি এখনও সুস্থ নন বলে জানানো হয়৷

বাসায় ফেরার আগে মেডিকেল বোর্ডের প্রধান অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার বলেন, বেগম খালেদা জিয়া এখনও পুরোপুরি সুস্থ না হলেও মহামারির এই সময়ে আবার কোভিড সংক্রমণের ঝুঁকি এড়াতে বাসায় পাঠানো হয়েছে। পরিস্থিতির অবনতি হলে হাসপাতালে ফেরত আনা হবে।

বেগম খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে অধ্যাপক শাহাবুদ্দিন বলেন, আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যতগুলো পসিবল ট্রিটমেন্ট ছিল, তা আমরা দিয়েছি। আমরা হসপিটালের ডাক্তারদের সঙ্গে, বাইরের কনসালটেন্টের সঙ্গে, অন্যান্য হাসপাতালের বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করেছি। আমরা ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়ার কনসালটেন্টদের সঙ্গে কথা বলেছি। সবারই একই মত যে, আপাতত আমরা কনট্রোল করেছি। বাট সি নিডস টু গো অ্যাব্রড ফর হার পারমেন্ট ট্রিটমেন্ট।


আরও খবর