Logo
শিরোনাম

বাস খাদে পড়ে নেপালে ২৮ জন নিহত

প্রকাশিত:বুধবার ১৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, এদিন দুপুরে ঘটা দুর্ঘটনার নিশ্চিত কারণ জানা যায়নি

বাস পাহাড়ি খাদে পড়ে নেপালের পঞ্চিমাঞ্চলের মুগু জেলায় ২৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছে বলছে বিবিসি।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, এদিন দুপুরে ঘটা দুর্ঘটনার নিশ্চিত কারণ জানা যায়নি। তবে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলো তা এখনো স্পষ্ট নয়।

পুলিশ বলছে, হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালনের জন্য বাড়ি যাচ্ছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলছে পুলিশ।

নেপালে সড়ক দুর্ঘটনা নিত্য ব্যাপার। সাধারণত ঝুঁকিপূর্ণ সড়ক ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।

নিউজ ট্যাগ: নেপাল

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩