Logo
শিরোনাম

বাংলাদেশি যুবককে ভারতে পিটিয়ে হত্যা, ২ দিন পর লাশ ফেরত

প্রকাশিত:মঙ্গলবার ১৪ জুন ২০২২ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ১০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতের ত্রিপুরার মো. ডালিম নামে এক বাংলাদেশি যুবককে পিটিয়ে হত্যার দুদিন পর মরদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার (১৩ জুন) মধ্যরাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়। এ সময় চেকপোস্টে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।ডালিম জেলার কসবা উপজেলার মাদলা গ্রামের বাসিন্দা ছিলেন।

পুলিশ ও আখাউড়া ইমিগ্রেশন চেকপোস্ট সূত্রে জানা গেছে, ডালিম গত ১০ জুন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যায়। পরে ১২ জুন ত্রিপুরার সীপাহিজলা জেলার টাকারজলা এলাকায় স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়। তবে কী কারণে তাকে পিটিয়ে মারা হয়েছে, সেটি জানা যায়নি। এ ঘটনায় টাকারজলা থানায় একটি মামলা হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের পর আগরতলাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের মাধ্যমে ডালিমের মরদেহ দেশে পাঠানো হয়েছে।


আরও খবর