Logo
শিরোনাম

বাংলাদেশে মর্টার শেল ছুঁড়ে মারলো মিয়ানমার

প্রকাশিত:রবিবার ২৮ আগস্ট ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৯৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বাংলাদেশের নাইক্ষ্যংছড়ির বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়েছে।

রবিবার (২৮ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউনিয়নের তুমব্রু উত্তর মসজিদের কাছে মর্টারশেলগুলো এসে পড়ে। ফলে স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে।

বাংলাদেশের সীমান্তরক্ষা বাহিনীর (বিজিবি) সদস্যরা মর্টারশেল দুটি ঘিরে রেখেছেন। মর্টারশেল দুটি নিস্ক্রিয় করার চেষ্টা চলছে।

স্থানীয়রা জানান, বিকেলে বিকট শব্দে প্রথম মর্টারশেল দুটি উত্তরপাড়ার আয়াজের বাড়ির কাছে এসে পড়ে। পরে আরও একটি গোলা কাছাকাছি রাস্তায় নিক্ষেপ করা হয়।

ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ বলেন, গত দুই সপ্তাহ ধরে ওপারে গোলাগুলি হচ্ছে। রাখাইনে মিয়ানমারের সেনাবাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে। এতদিন পাহাড়ে গোলা ছুড়লেও আজ উত্তরপাড়ায় মর্টারশেলগুলো পড়েছে। এ ঘটনায় সবাই আতঙ্কে আছেন।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, মর্টারশেল দুটো বিস্ফোরিত হয়নি। আশপাশের লোকজনকেও সরিয়ে ফেলা হয়েছে।


আরও খবর