Logo
শিরোনাম

বাংলাবান্ধা স্থলবন্দর দুই দিন বন্ধ

প্রকাশিত:সোমবার ২৪ অক্টোবর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকছে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধার আমদানি-রপ্তানি কার্যক্রম। তবে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।

রবিবার (২৩ অক্টোবর) বাংলাবান্ধা স্থলবন্দরের ইনচার্জ আবুল কালাম আজাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কালীপূজা উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারক, সিঅ্যান্ডএফ এজেন্ট ও শ্রমিক সংগঠনের নেতারা আলোচনা সাপেক্ষে এই স্থলবন্দর দিয়ে আগামী সোমবার ও মঙ্গলবার আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া, আগামী ৩০ অক্টোবর ছট পূজা উপলক্ষে এই বন্দরের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে বলেও জানান তিনি।

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ওসি নজরুল ইসলাম বলেন, কালীপূজা উপলক্ষে ২ দিনের জন্য স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও ইমিগ্রেশনে লোক পারাপার স্বাভাবিক থাকবে।


আরও খবর