Logo
শিরোনাম

আওয়ামী লীগ নেতা জহিরুল হত্যা মামলার রায় আজ

প্রকাশিত:রবিবার ২৬ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৫৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
২০১৬ সালের ১৪ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে জহিরুল নিজ বাড়িতে ফেরার পথে আসামিরা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে

ব্রাহ্মণবাড়িয়ার আওয়ামী লীগ নেতা জহিরুল হক হত্যা মামলার রায় আজ। রোববার (২৬ ডিসেম্বর) ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ মামলার রায় ঘোষণা করবেন। জহিরুল নাটাই দক্ষিণ ইউনিয়ন ৫নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৪ নভেম্বর রাতে ব্রাহ্মণবাড়িয়া উত্তর পৌরতলা বাসস্ট্যান্ড থেকে জহিরুল নিজ বাড়িতে ফেরার পথে আসামিরা অস্ত্র নিয়ে তাকে আক্রমণ করে। এতে ওই রাতে হাসপাতালে মারা যান তিনি।

এ ঘটনায় নিহতের ছোট ভাই কবির হোসেন সদর থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা ২১ আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। মামলার ১৬ আসামি কারাগারে এবং বাকি পাঁচ আসামি পলাতক রয়েছে।

নিউজ ট্যাগ: ব্রাহ্মণবাড়িয়া

আরও খবর