Logo
শিরোনাম

আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব : মেয়র সাদিক

প্রকাশিত:শনিবার ২১ আগস্ট 20২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৭০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল সিটি করপোরেশন এর (বিসিসি) মেয়র সাদিক আবদুল্লাহ বলেছেন, আমি পরিচিত মানুষ। আমার চেহারা সারা বাংলাদেশের মানুষ চেনেন। আমি তো আর পালিয়ে যাব না। আমাকে বললে আমি নিজেই থানায় হাজির হয়ে যাব।

শনিবার (২১ আগস্ট) সন্ধ্যা ৭টার কিছু পরে বরিশাল জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মেয়র সাদিক নিজেকে নির্দোষ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় সংঘর্ষের ঘটনার সুষ্ঠু বিচারের দাবী করেছেন।

সাংবাদিকরা প্রশ্ন করতে চাইলে মেয়র প্রশ্নের উত্তর না নিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে মেয়র সাদিক আবদুল্লাহ বলেন- জনগণের শান্তি চান আপনারা (সাংবাদিক)। বরিশালের জনগণের শান্তি চান? বরিশালের জনগণের ভোগান্তি যেন না হয়, সেজন্য আজকে সংবাদ সম্মেলনে এসেছি। আমাকে অন্য কোনো প্রশ্ন করবেন না। এ কথা বলেই সংবাদ সম্মেলন থেকে উঠে যান মেয়র সাদিক।

প্রসঙ্গত, বরিশাল সদরের ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনে গত বুধবার রাতে হামলার ঘটনা ঘটে। দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী ইউএনওর বাসভবনে হামলা চালায়। হামলায় ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য আহত হন। ছাত্রলীগের দাবি, এ সময় তাদের অন্তত ৩০ জন নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন।


আরও খবর