Logo
শিরোনাম

আমাদের অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না : প্রধানমন্ত্রী

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ মার্চ ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৪৪৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন,  প্রযুক্তি ব্যবহারে গ্রামের মানুষ এগিয়ে যাচ্ছে। এ অগ্রযাত্রা কেউ থামাতে পারবে না। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ডিজিটাল বাংলাদেশ টাস্কফোর্সের সভায় তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, আমরা দেশকে অনেকাংশেই ডিজিটাল করে ফেলেছি। এখন শুধু প্রয়োজন দেশব্যাপী তথ্য প্রযুক্তির সম্প্রসারণ।

তিনি জানান, দেশকে ডিজিটাল করতে প্রত্যেক জেলায় জেলায় আমরা হাইটেক পার্ক নির্মাণের চেষ্টা করছি।

শেখ হাসিনা বলেন, তথ্য প্রযুক্তিকে সাধারণের জন্য সহজলভ্য করা ছিল সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার। তথ্য প্রযুক্তির বিকাশ যত ঘটবে দেশে কর্মসংস্থান তত বাড়বে। তৃণমূলে এর ব্যবহার ছড়িয়ে দিতে দেশের সব ইউনিয়নে গড়ে তোলা হয় তথ্য ও সেবা কেন্দ্র।

তিনি জানান, ১৯৯১ সালে  বিনা খরচে দেশে সাবমেরিন কেবল স্থাপনের সুযোগ এসেছিল। তখনকার সরকারের অজ্ঞতার জন্য তা করা যায়নি। এ কারণে দেশ অনেকটাই পিছিয়ে পড়ে।

সভায় ডিজিটাল বাংলাদেশের পূর্ণাঙ্গ রূপ দিতে আরো কী কী পরিকল্পনা নিতে হবে তা নিয়েও আলোচনা করা হয়।


আরও খবর