Logo
শিরোনাম

আ.লীগের অনুরোধে ২৪ ডিসেম্বর ঢাকায় গণমিছিল করছে না বিএনপি

প্রকাশিত:মঙ্গলবার ১৩ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ৯০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

অনাকাঙিক্ষত পরিস্থিতি এড়াতে সরকার পতনের যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ২৪ ডিসেম্বরের গণমিছিল রাজধানী ঢাকায় করছে না বিএনপি। ওই দিন আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থাকায় দলটির আহ্বানে সাড়া দিয়ে গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। তবে ঢাকার বাইরের জেলায় নির্ধারিত তারিখেই (২৪ ডিসেম্বর) গণমিছিল হবে।

মঙ্গলবার রাতে গণমিছিলের তারিখ পেছানের বিষয়ে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান।

তিনি বলেন, গণমিছিলের তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। এটা নিয়ে আমাদের মধ্যে কথা হয়েছে। আজকেই তারিখ নির্ধারণ হওয়ার কথা। তবে ঠিক কবে তা জানি না। ২৪ ডিসেম্বরের পরে একদিন হওয়ার কথা।

গত ১০ ডিসেম্বর রাজধানীর গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশে ১০ দফা দাবি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এই ১০ দফার ভিত্তিতে আগামীতে যুগপৎ আন্দোলন করবে বিএনপি ও সমমনা দলগুলো। ওই দিন ২৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশে গণমিছিল কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। বিএনপি এই কর্মসূচি ঘোষণার পরই দলটিকে তারিখ পেছানোর আহ্বান জানানো হয় আওয়ামী লীগের পক্ষ থেকে।

মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মঞ্চ ও সাজসজ্জা উপ-কমিটির প্রস্তুতি সভায় এ আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ২৪ ডিসেম্বর আমাদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। এদিন গণমিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এটি উসকানি বা সংঘাত চাওয়ার শামিল। সংঘাত পরিহার করতে হবে।

এরপরই রাতে গণমিছিল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তের কথা জানাল বিএনপি।


আরও খবর