Logo
শিরোনাম

আল-আকসায় ফের ইসরায়েলি হামলা, আহত ৪২

প্রকাশিত:শুক্রবার ২৯ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১০৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পূর্ব জেরুজালেমের আল-আকসা প্রাঙ্গনে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর দমন-পীড়ন থামছেই না। পবিত্র রমজানের শেষ শুক্রবারে আল আকসায় হামলায় ৪২ ফিলিস্তিনি আহত হয়েছেন। এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট।

ইসরায়েলি পুলিশ জানিয়েছে, দাঙ্গাকারীরা পাথর, বিস্ফোরক দ্রব্য ছুড়লে আল-আকসার প্রাঙ্গনে প্রবেশ করে তারা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশ ভেতরে প্রবেশের পরই দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। এ সময় কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে ইসরায়েলি পুলিশ। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হন। এদের মধ্যে ২২ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

সহিংসতায় জড়িত থাকার অভিযোগে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক  হয়েছে। এ ঘটনার আগে আল-আকসায় শান্তিপূর্ণ অবস্থা বজায় ছিল। তবে পূর্ব জেরুজালেমে উত্তেজনা রয়ে গেছে বলে দাবি ইসরায়েলি পুলিশের। গত জুমাতেও আল-আকসা প্রাঙ্গনে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রায় ৩০০ ফিলিস্তিনি আহত হন। গ্রেফতার হন অনেকেই। 

রমজানের শুরু থেকেই পূর্ব জেরুজালেমের আল আকসার আশপাশে একাধিক হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে উত্তেজনা বাড়ছে অঞ্চলটিতে। গত সপ্তাহে ইসরায়েল অধিকৃত গাজা উপত্যাকা থেকে রকেট ছোড়ার জবাবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠীর স্থাপনা টার্গেট করে বিমান হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী।


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩