Logo
শিরোনাম

আক্কেলপুরে অবাধে বিক্রি হচ্ছে অবৈধ কারেন্ট জাল

প্রকাশিত:রবিবার ০৪ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৮২৫জন দেখেছেন
Image

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধিঃ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বিভিন্ন হাট বাজার গুলোতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে বর্ষা মৌসুমে অবৈধ কারেন্ট জাল বিক্রয়ের রমরমা ব্যবসা চলিয়ে যাচ্ছে। কারেন্ট জাল বাংলাদেশের মৎস্য সম্পদের জন্য ক্ষতিকর বিবেচনায় ২০০২ সালে সংশোধিত মৎস্য সংরক্ষণ আইনে কারেন্ট জাল উৎপাদন, পরিবহন, বাজারজাতকরণ, সংরক্ষণ ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়। কিন্তু বাস্তবে এই আইন যে মানা হচ্ছে না হাট-বাজারগুলোতে।

জানা গেছে, উপজেলার তিলকপুর, জামালগঞ্জ, গোপীনাথপুর হাটসহ প্রতিটি হাটের হাটবারে কয়েক লাখ টাকার কারেন্ট জাল বিক্রি হচ্ছে। এসব জাল দিয়ে জেলেরা বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে দেশি বিভিন্ন প্রজাতির ডিমওয়ালা ও পোনা মাছ নিধন করছেন। বর্ষার শুরু থেকে এসব জাল দিয়ে মাছ ধরা শুরু হয়েছে।

প্রকাশ্যে এই সব অবৈধ জাল বিক্রি হচ্ছে উপজেলার বিভিন্ন হাট-বাজারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সব অবৈধ জাল বিক্রি বন্ধে দ্রুত ব্যবস্থা নিলে, দেশীপ্রজাতির মাছগুলো বেঁচে থাকতো বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে প্রশাসন দ্রুত সজাগ না হলে অবৈধ কারেন্ট জাল দিয়ে মাছ নিধন করলে দেশীয় জাতের মাছের দেখা মিলবে না বলে অভিজ্ঞমহল ধারণা করছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মহিদুল ইসলাম বলেন, চলমান লকডাউনের পর এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আরও খবর