Logo
শিরোনাম

আইরিশদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে ইংল্যান্ড

প্রকাশিত:বুধবার ২৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে আফগানদের বিপক্ষে জয় তুলে নিয়েছিলো ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রাখতে আজ নিজেদের দ্বিতীয় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে টসে জিতে বোলিংয়ে নামছে ইংল্যান্ড।

ঐতিহাসিক মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশ সময় সকাল ১০টায় আইরিশদের বিপক্ষে মাঠে নামবে ইংলিশরা। টস জিতে আইরিশদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

নিজেদের প্রথম ম্যাচে পার্থে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে ইংল্যান্ড। ওই ম্যাচে বোলিং ও ফিল্ডিং দুই বিভাগেই তারা ছিল অপ্রতিদ্বন্দ্বী। ব্যাটিংইয়ে কিছুটা ভুগলেও সেটি নিয়ে আলাদাভাবে চিন্তা নেই বলেই জানিয়েছেন বাটলার।

তবে প্রতিপক্ষ আয়ারল্যান্ড বলে খুব বেশি আত্মতুষ্টিতেও ভুগছেন না ইংলিশ অধিনায়ক। প্রতিবেশী দেশটির নিজেদের সেরা খেলাটা খেলেই টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিতে চায় তারা।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে ইংল্যান্ড, সামনের ম্যাচগুলো আরো বেশি কঠিন হবে জেনে আজকের ম্যাচে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকতে চায় ইংলিশরা। টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিতে আগের ম্যাচের একাদশের ওপরই ভরসা রাখছে ইংল্যান্ড।

এদিকে, কোয়ালিফাইং পর্ব থেকে উঠে আসা আয়ারল্যান্ড হোবার্টে তাদের সুপার ১২ পর্ব শুরু করেছে শ্রীলঙ্কার কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে পরাজয় নিয়ে। ইংল্যান্ড শক্তিশালী দল হলেও আজ তাদের বিপক্ষে নিজেদের সেরাটা দিয়েই চ্যালেঞ্জ জানাতে চায় আইরিশরা।

ইংলিশদের বিপক্ষে আইরিশরা মাঠে নামছে আগের ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন নিয়ে। স্পিনিং অলরাউন্ডার সিমি সিংয়ের জায়গায় আজ আইরিশদের হয়ে মাঠে নামবেন পেস অলরাউন্ডার ফিওন হ্যান্ড।   

ইংল্যান্ড একাদশ : জস বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), আলেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিন্সটোন, স্যাম কারান, ক্রিস ওকস, মার্ক উড, আদিল রশিদ।

আয়ারল্যান্ড একাদশ : অ্যান্ড্রু বালবার্নি (অধিনায়ক), পল স্টারলিং, লরকান তাকার (উইকেটরক্ষক), হ্যারি টেক্টর, কার্টিস ক্যামফার, জর্জ ডকরেল, গ্যারেথ ডিলানী, মার্ক অ্যাডাইর, ফিওন হ্যান্ড, ব্যারি ম্যাককার্থি, জশুয়া লিটল।


আরও খবর