Logo
শিরোনাম

আফগান বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করল তালেবান

প্রকাশিত:বুধবার ২১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৭১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

নারীদের প্রতি ফের কঠোর পদক্ষেপ নিলো আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ। মঙ্গলবার তালেবান কর্তৃপক্ষ দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ে নারীদের পড়াশুনা নিষিদ্ধ করার নির্দেশনা দিয়েছে। খবর বিবিসি ও এএফপির।

দেশটির উচ্চ শিক্ষামন্ত্রণালয় এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে। শিগগিরই এই নির্দেশনা বাস্তবায়নের কথা বলা হয়েছে চিঠিতে। এ ছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে।

বিগত তিন মাস আগেই দেশটিতে হাজার হাজার নারী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় বসেছিল। এরপরেই নতুন করে তালেবান কর্তৃপক্ষ এই নির্দেশ জারি করলো। গত বছরের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয় তালেবান। এরপরেই একের পর এক নারী বিরোধী পদক্ষেপ নিতে থাকে।

যদিও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিভিন্ন দেশ এর কড়া সমালোচনা করে আসছে। তবে তালেবান এসবে পাত্তা দিচ্ছে না বলে প্রতিবেদনে বলা হয়েছে


আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩