Logo
শিরোনাম

আফগানিস্তানে মসজিদে ফের বোমা হামলা

প্রকাশিত:শুক্রবার ১২ নভেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আফগানিস্তানে জুমার নামাজ চলাকালে মসজিদে ফের বোমা হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (১২ নভেম্বের) আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় নানগারহার প্রদেশের স্পিনগর জেলার একটি মসজিদে হামলার ঘটনা ঘটে। এতে ইমামসহ প্রায় ১২ জন মানুষ আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দা জানান, দেশটির স্থানীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে। নাম প্রকাশে অনিচ্ছুক এক তালেবান কর্মকর্তা বিস্ফোরণে হতাহতের বিষয়টি নিশ্চিত করেন। এখন পর্যন্ত কোনো দল বা গোষ্ঠী বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

নানগারহার প্রদেশ সরকারের মুখপাত্র কারি হানিফ বার্তা সংস্থা এপিকে জানিয়েছেন, বোমাটি সম্ভবত মসজিদের ভেতর বসানো ছিল। স্থানীয় হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, বিস্ফোরণে অন্তত তিনজন মারা গেছেন।

এর আগে গত অক্টোবরে দেশটিতে পরপর দুই শুক্রবার জুমার নামাজের সময় মসজিদে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রায় ১০০ জন নিহত ও কয়েকশ আফগান নাগরিক আহত হন।

নিউজ ট্যাগ: বোমা বিস্ফোরণ

আরও খবর

রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান

মঙ্গলবার ২৯ আগস্ট ২০২৩