Logo
শিরোনাম

৫৫ রানে অলআউট ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশিত:শনিবার ২৩ অক্টোবর ২০২১ | হালনাগাদ:রবিবার ২৬ নভেম্বর ২০২৩ | ১৩৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দলে তাবড় তাবড় ব্যাটসম্যানে ভরা। এতই লম্বা ব্যাটিং লাইন আপ যে আন্দ্রে রাসেলকে ব্যাট করতে হয়েছে ৮ নম্বরে। অথচ সেই শক্তিমান ব্যাটিংয়ের ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গেল মাত্র ৫৫ রানে।

ইংল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই ক্যারিবীয়দের ১০ জন ব্যাটসম্যান ডাবল ফিগারেই যেতে পারেননি। প্রতিটি বলেই ঝড় তোলার সুখ মেটাতে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের শুরু থেকেই যে ধস নামে সেই সঙ্কট থেকে আর বেরিয়ে আসতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা।

২০ ওভারের ম্যাচে পনের ওভার খেলেই ইনিংস শেষ! দলের একমাত্র ব্যাটসম্যান হিসেবে ক্রিস গেইল শুধু ডাবল ফিগারে পৌঁছাতে পেরেছেন। ১৩ বল খেলে গেইল করেন ১৩ রান।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের পুরোটা জুড়েই কেবল ইংল্যান্ড বোলারদের কৃতিত্ব কাহিনী। স্পিনার মঈন আলী শুরুটা করেছিলেন। আরেক স্পিনার আদিল রশিদ উইকেট শিকারের সেই গল্পের ফিনিসিং টানেন।

আদিল রাশিদ ২.২ ওভারে মাত্র ২ রানে ৪ উইকেট নেন। মঈন ১৭ রানে শিকার করেন ২ উইকেট। ম্যাচে ইংল্যান্ডের পাঁচ বোলারের সবাই উইকেট নিয়েছেন।

উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি তৃতীয় সর্বনিম্ন স্কোর। আর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহ।


আরও খবর