Logo
শিরোনাম

৩০ দিন পর দেশে করোনায় প্রথম মৃত্যু

প্রকাশিত:শনিবার ২১ মে ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৭০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে একজনের মৃত্যু হয়েছে। আর তাতে গত একমাসের মধ্যে করোনায় প্রথম মৃত্যু দেখলো বাংলাদেশ।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত করোনা বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে আরও ১৬ জন। এ নিয়ে দেশে মোট ১৯ লাখ ৫৩ হাজার ২০৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৮ জন।

এর আগে গত ২০ এপ্রিল সর্বশেষ করোনায় একজনের মৃত্যু হয়েছিল। এরপর গত ৩০ দিন দেশে করোনায় কোনো রোগীর মৃত্যু হয়নি।

গত ২৪ ঘণ্টায় করোনা পরীক্ষার জন্য ৩ হাজার ৯২০টি নমুনা সংগ্রহ করা হয়। এসময় ৩ হাজার ৯২৭টি নমুনা পরীক্ষার বিপরীতে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার অনুপাতে দেশে করোনা শনাক্তের হার ছিল ০.৪১ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৭২ জন। এ নিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৭৪৭ জন।


আরও খবর