Logo
শিরোনাম

২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের প্রাণহানি, শনাক্ত ১২৮০

প্রকাশিত:শনিবার ২৫ জুন ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় করোনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে ২০ মার্চ করোনায় একদিনে ৩ জনের মৃত্যু হয়েছিল। একই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ২৮০ জন। এর আগের দিন করোনায় আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৬৮৫ জন। শনিবার (২৫ জুন) স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৫৫টি নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১২৮০ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ১ কোটি ৪২ লাখ ৮১ হাজার ৩৩৩টি। এতে দেশে মোট আক্রান্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৬৩ হাজার ৪৯৩ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ০৭ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ থেকে সুস্থ হয়েছেন ১০২ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনামুক্ত হলেন ১৯ লাখ ৬ হাজার ৫১৯ জন। সংক্রমণ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৮ শতাংশ।


আরও খবর