Logo
শিরোনাম

২০০ টিকিট কালোবাজারির জন্য লুকিয়ে রেখেছিলেন বুকিং সহকারী

প্রকাশিত:বৃহস্পতিবার ২১ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৯৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুমিল্লায় বেশি দামে বিক্রির উদ্দেশ্য লুকিয়ে রাখা ২০০ টিকিটসহ জিয়াউর রহমান নামে রেলের টিকিট বুকিংয়ের এক সহকারীকে আটক করা হয়েছে। জেলার লাকসাম রেলওয়ে জংশন থেকে তাকে আটক করা হয়।

আটক জিয়াউর রহমান লাকসাম রেলওয়ে জংশনের টিকিট বুকিংয়ের সহকারী হিসেবে কর্মরত আছেন।  বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) মহিউদ্দিন মুকুল।

তিনি জানান, উচ্চমূল্যে বিক্রির উদ্দেশ্যে প্রায় ২০০ টিকিট লুকিয়ে রাখে জিয়াউর রহমান। এসময় খবর পেয়ে পুলিশ তাকে আটক করে। জিয়াউর রহমানকে ব্যাপক জিজ্ঞাসাবাদে তার কাছ থেকে ২০০ ট্রেনের টিকিট পাওয়া যায়।

লাকসাম রেলওয়ে স্টেশন মাস্টার শাহাবুদ্দিন বলেন, এ ঘটনায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


আরও খবর