Logo
শিরোনাম

১৫০টি অক্সিজেন সিলিন্ডার পেলো পঞ্চগড় সদর হাসপাতাল

প্রকাশিত:শনিবার ৩১ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৫১৫জন দেখেছেন
Image

পঞ্চগড় প্রতিনিধি:

পঞ্চগড় জেলার করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসা সেবার জন্য আধুনিক সদর হাসপাতালকে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার দিয়েছে জেলা করোনা প্রতিরোধ কমিটি।

শনিবার (৩১ জুলাই) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা. ফজলুর রহমানকে আনুষ্ঠানিকভাবে এসব দেন করোনা প্রতিরোধ কমিটির সভাপতি ও জেলা প্রশাসক জহুরুল ইসলাম।

জেলা প্রশাসক জানান, করোনা প্রতিরোধ কমিটির তহবিলে এখন পর্যন্ত ১৬ লাখ ৪৯ হাজার ৭৫০ টাকা জমা হয়েছে। এখান থেকে ১৫ লাখ টাকা দিয়ে এবং আড়াই লাখ টাকা বাকী রেখে ১৫০টি অক্সিজেন সিলিন্ডার কেনা হয়।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, বিএমএর সাধারণ সম্পাদক কনসাল্টেন্ট ডা. মনসুর আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ হোসেন উপস্থিত ছিলেন।


আরও খবর