Logo
শিরোনাম

‘১১ ডিসেম্বরের পর বিএনপিকে আর সুযোগ দেয়া হবে না’

প্রকাশিত:বুধবার ০২ নভেম্বর 2০২2 | হালনাগাদ:বৃহস্পতিবার ০৯ নভেম্বর ২০২৩ | ১২৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

আগামী ১০ ডিসেম্বরের পরে সরকারের পতন হবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেওয়া এমন বক্তব্যের কড়া সমালোচনা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, বৈধ সরকারের বিরদ্ধে সংবিধানকে লঙ্ঘন করে হুমকি দেয় তাদেরকে ১১ ডিসেম্বর থেকে সুযোগ দেওয়া হবে না। জনগণ যদি রুখে দাঁড়ায়, তার যে পরিণতি হবে সেজন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার দায়ী থাকবে না।

বুধবার (২ নভেম্বর) বিকেলে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে আয়োজিত বাসন থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়ে এসব কথা বলেন।

সম্মেলন কমিটির আহ্বায়ক আফজাল হোসেন সরকার রিপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি, মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান।

মন্ত্রী বলেন, যে বিদেশী প্রভুদের উস্কানিতে আপনারা গাছে চড়েছেন, মই কিন্তু থাকবে না। তাই কথা বার্তা হিসেবে করে বলেন। আমরাও বলে দিতে চাই, যারা অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে, বৈধ সরকারের বিরদ্ধে সংবিধানকে লঙ্ঘন করে হুমকি দেয়, ১১ ডিসেম্বর থেকে তাদেরকে সুযোগ দেওয়া হবে না। জনগণ যদি রুখে দাঁড়ায়, তার যে পরিণতি হবে সে জন্য আওয়ামী লীগ বা শেখ হাসিনার সরকার দায়ী থাকবে না। আপনারা সংবিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাবেন আর আমরা আঙ্গুল চুষব এ কথা মনে করে থাকলে আপনারা আহাম্মকের স্বর্গে বাস করছেন। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আন্দোলন করেন, আপনাদের কেউ বাঁধা দেবে না। কিন্তু আইন হাতে তুলে নিলে পরিণতি ভাল হবে না।

দীর্ঘ ২০ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে বাসন থানা আওয়ামী লীগ সভাপতি হিসেবে সাবেক অধ্যক্ষ আব্দুল বারী ও সাবেক জেলা ছাত্রলীগ সভাপতি আবুল কাশেমকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

এর আগে, সম্মেলনকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবের আমেজ দেখা গেছে। খন্ড খন্ড মিছিল নিয়ে সকাল থেকেই নেতাকর্মীরা সম্মেলনস্থলে এসে ভিড় জমান। কলেজ মাঠ ও আশপাশের সড়ক-মহাসড়কে ব্যানার, ফেস্টুন, বিল বোর্ড ও তোরণ দিয়ে ছেয়ে ফেলা হয়। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে প্রতিটি ওয়ার্ড থেকে ৩১জন কাউন্সিলর ও ২০০জন করে ডেলিগেইটসহ মোট ১২শ ডেলিগেট অংশ গ্রহণ করেন।


আরও খবর