Logo
শিরোনাম

টাঙ্গাইল-৭ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে

প্রকাশিত:রবিবার ১৬ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৩৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। রবিবার (১৬ জানুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত।

এই আসনে পাঁচ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেনআওয়ামী লীগ মনোনীত খান আহমেদ শুভ (নৌকা), জাতীয় পার্টি মনোনীত মো. জহিরুল ইসলাম জহির (লাঙল), বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির গোলাম নওজব চৌধুরী (হাতুড়ি), বাংলাদেশ কংগ্রেস পার্টির শ্রীমতি রুপা রায় চৌধুরী (ডাব) ও স্বতন্ত্র জাপার সাবেক নেতা নুরুল ইসলাম (মোটরযান)।

উপজেলার বানিয়ারা বাবুল উলুম আমিল মাদরাসা কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা আমিনুর রহমান বলেন, শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। তবে শীত থাকায় সকালে ভোটার উপস্থিতি কম।

জেলা নির্বাচন কর্মকর্তা এইচএম কামরুল হাসান বলেন, এই আসনে ১২১টি কেন্দ্রের ৭৫৬টি বুথে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে। আশা করছি শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ হবে। 

প্রসঙ্গত, টাঙ্গাইল-৭ আসনে মোট ভোটার তিন লাখ ৪০ হাজার ৩৭৯। তাদের মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৬৯ হাজার ৮৭৮ ও নারী ভোটার এক লাখ ৭০ হাজার ৫০১।এর মধ্যে তৃতীয় লিঙ্গের পাঁচ জন ভোটার রয়েছে।

নিউজ ট্যাগ: টাঙ্গাইল

আরও খবর