Logo
শিরোনাম

শ্রীপুরে ট্রেনের সঙ্গে বাসের সংঘর্ষ, নিহত বেড়ে ৪

প্রকাশিত:রবিবার ২৪ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৮৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গাজীপুরের শ্রীপুরে ট্রেনের সাথে শ্রমিকবাহী বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৪ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০-১৫ জন বাসযাত্রী। রোববার (২৪ জুলাই) সকাল সাড়ে সাতটার দিকে মাইজপাড়া ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে দুই জন পুরুষ ও দুই জন নারী রয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনটি কাওরাইদ স্টেশন ও সাতখামাইর স্টেশনের মাঝামাঝি এলাকায় মাইজপাড়া ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে শ্রমিকবাহী বাসটি।

ঘটনাস্থলে এক নারী শ্রমিক মারা যান। আহতদের মধ্যে দুজনকে ট্রেনে চিকিৎসার জন্য ময়মনসিং নেওয়ার পথে মারা যান। দুর্ঘটনাকবলিত বাসটি শ্রীপুরের টেপিরবাড়ি এলাকার জামান ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার বলেও জানা গেছে।

গাজীপুর রেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ শহিদুল্লাহ জানান, ঘটনাস্থলে এক নারী শ্রমিক মারা যান। আহতদের মধ্যে দুজনকে ট্রেনে চিকিৎসার জন্য ময়মনসিং নেওয়ার পথে মারা যান। তাদের মরদেহ গফরগাঁও রেলস্টেশনে নামিয়ে রাখা হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালসহ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুটি মরদেহ জয়দেবপুর রেলওয়ে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।


আরও খবর