Logo
শিরোনাম

পিরোজপুরে অস্ত্র মামলায় এক যুবকের ১৭ বছর সশ্রম কারাদন্ড দিয়েছে আদালত

প্রকাশিত:বুধবার ২২ সেপ্টেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৩৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পিরোজপুরের ভান্ডারিয়ার একটি অস্ত্র মামলায় মো: মন্টু কবিরাজ (৩৮) নামের এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত।

বুধবার দুপুরে পিরোজপুর আদালতের স্পেশাল ট্রাইব্যুনাল নং-২ এর বিচারক এস,এম, নূরুল ইসলাম এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের ১৬ জুন  ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার একটি ডাকাতি মামলায়  আন্তঃজেলা ডাকাত দলের সদস্য নিজ ভান্ডিারিয়া এলাকার আজাহার কবিরাজের ছেলে মো: মন্টু কবিরাজকে গ্রেফতার করেন ভান্ডারিয়া থানার এস আই মো: আ: হক। পরে তার দেয়া তথ্যে অভিযান চালিয়ে মন্টুর বসত ঘরের সামনে লাকড়ির ঘর থেকে একটি দেশী তৈরী পাইপগান ও ৩ রাউন্ড বন্দুকের গুলি উদ্ধার করা হয়।

পরবর্তীতে পিরোজপুর আদালতে এস.টি.সি -২১/২০১৫ নম্বরের একটি মামলা হয়। মামলায় মন্টু কবিরজের বিরুদ্ধে আনিত অভিযোগ সন্দেহাতীত ভাবে প্রমাণিত হওয়ায়  ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় ০৭ (সাত) বছর সশ্রম কারাদন্ড এবং  ১৯এ ধারার ১০ (দশ) বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। রায়ে আরোও বর্ণিত হয় উভয় ধারার দন্ড একের পর এক কার্যকর হবে। সাথে সাথে বিচারক আসামীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানাইস্যুর নির্দেশ দেন। আসামী মন্টু কবিরাজ ২০১৭ সালের ১২ অক্টোবর থেকে পলাতক আছে বলে কোর্ট সূত্রে জানা গেছে।


আরও খবর