Logo
শিরোনাম

পিরোজপুরে দ্বিতীয় পর্যায়ে বীর নিবাসের নির্মাণ কাজ শুরু

প্রকাশিত:সোমবার ৩০ মে ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৮৩৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

মুজিববর্ষ উপলক্ষে পিরোজপুরের মঠবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায়ে বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। সোমবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান উপজেলার বিভিন্ন ইউনিয়নে বীর নিবাস নির্মাণের স্থান, তুষখালীর আশ্রয়ন প্রকল্পের কাজ, মঠবাড়িয়া থানা ও নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে মঠবাড়িয়া পৌরসভার কার্যক্রম পরিদর্শণ করেন এবং বীর নিবাস নির্মাণ কাজের উদ্বোধন করেন। এছাড়া তিনি মঠবাড়িয়া পৌর ও সদর ইউনিয়ন ভূমি অফিসের সেবা প্রত্যাশীদের বিশ্রামাগার ছায়াবিথী এর উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক, সহকারী কমিশনার (ভূমি) সাখাওয়াত জামিল সৈকত, অতিরিক্ত পুলিশ সুপার (মঠবাড়িয়া সার্কেল) মোহাম্মদ ইব্রাহীম, ওসি মুহা. নূরুল ইসলাম বাদল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার, পৌর নির্বাহী কর্মকর্তা হারুণ অর রশিদ প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন তালুকদার বলেন, মুজিববর্ষ উপলক্ষে মঠবাড়িয়ায় মুক্তিযোদ্ধাদের জন্য দ্বিতীয় পর্যায় ৭৫ বীর নিবাস নির্মাণ কাজ শুরু হয়েছে। ১৪ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে দুই কাঠা জমির ওপর নির্মিত প্রতিটি ভবনের আকার হবে ১৭৬৩ বর্গফুট। ২টি বেড রুম, ১টি ডাইনিং রুম, ১টি কিচেন রুম ও ২টি বাথ রুম থাকছে প্রতিটি বীর নিবাসে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ঊর্মি ভৌমিক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভীষণ বাস্তবায়নে সরকার সারা দেশে ব্যাপক উন্নয়নমূলক কাজ করছেন। এ উন্নয়নমূলক কাজ সঠিকভাবে বাস্তবায়নের লক্ষে জেলা প্রশাসক পরিদর্শন করেন। প্রধানমন্ত্রীর এ উন্নয়নমূলক কাজ অব্যাহত থাকবে।

নিউজ ট্যাগ: বীর নিবাস

আরও খবর