Logo
শিরোনাম

কুয়াশার কারণে বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ফেরি চালু

প্রকাশিত:মঙ্গলবার ১৫ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৭টা থেকে এ নৌপথে ফেরি চলাচল শুরু হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের বাণিজ্য বিভাগের সহকারী ব্যাবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য নিশ্চিত করেছেন।

মহিউদ্দিন রাসেল জানান, গতকাল সোমবার দিবাগত রাত থেকেই ঘাট এলাকায় কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। পরবর্তী সময়ে পদ্মায় কুয়াশার ঘনত্ব বাড়লে রাত ২টার দিকে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করা হয়। কুয়াশার তীব্রতা কেটে গেলে আজ সকাল সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হয়।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পারাপারের জন্য কয়েক সহস্রাধিক যানবাহনকে অপেক্ষা করতে দেখা গেছে। তবে অগ্রাধিকার ভিত্তিতে ছোট ছোট প্রাইভেটকার ও দূরপাল্লার বাসগুলোকে আগে পারাপারের সুযোগ দেওয়া হচ্ছে।

এদিকে, ফেরি চলাচল শুরু হলে যানবাহনের চালক ও সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে আসে।


আরও খবর