Logo
শিরোনাম

কুড়িগ্রামে তাবিজ দেয়ার কথা বলে গৃহবধূকে শ্লীলতাহানি: অভিযুক্ত ইমাম আটক

প্রকাশিত:মঙ্গলবার ১৭ আগস্ট ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ৩২২০জন দেখেছেন
Image

কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামে তাবিজ দেয়ার কথা বলে এক গৃহবধূকে শ্লীলতাহানির ঘটনায় অভিযুক্ত সাবেক ইমাম মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি(৪৫) কে আটক করেছে সদর থানা পুলিশ। আটক মোফাচ্ছের হোসেন সদর উপজেলার হরিকেশ কানিপাড়া গ্রামের মৃত শামছুল হকের পুত্র।

জানা গেছে, গত ১৩ আগস্ট জনৈক এক গৃহবধূর স্বামীকে বশে আনার জন্য তাবিজ কবজ দেওয়ার কথা বলে ওই গৃহবধূ নির্জন ঘরে ঢুকে অশালীন আচরণ করে। পরে বিষয়টি জানতে পেরে ওই গৃহবধূর স্বামী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে অভিযুক্ত মাওলানা মোফাচ্ছের হোসেন সামসি(৪৫) কে আটক করে কুড়িগ্রাম সদর থানা পুলিশ। আটক আসামীর বিরুদ্ধে বিভিন্ন নারীর সঙ্গে যৌন হয়রানি, প্রতারণা ও  হজ্বের টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে। এর আগে প্রতারণা এবং নারী কেলেঙ্কারির কারণে ইমামতির চাকরি থেকে বাদ দেয় মসজিদ কর্তৃপক্ষ।

মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) খান মোঃ শাহরিয়ার জানান, আটক আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


আরও খবর