Logo
শিরোনাম

দৌলতদিয়া-পাটুরিয়ায় তিন ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক

প্রকাশিত:বৃহস্পতিবার ০৯ ফেব্রুয়ারী ২০২৩ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ৭৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশার কারণে ৩ ঘণ্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৯টায় কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

মো. সালাহউদ্দিন জানান, বৃহস্পতিবার ভোর ৬টা থেকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ঘন কুয়াশা কারণে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯টা থেকে আবারও ফেরি চলাচল শুরু হয়।


আরও খবর