Logo
শিরোনাম

ব্রাহ্মণবাড়িয়ায় এতিমখানায় হামলা, ৩১ ছাত্র আহত

প্রকাশিত:শুক্রবার ১৪ জানুয়ারী ২০২২ | হালনাগাদ:শনিবার ১৮ নভেম্বর ২০২৩ | ১৩১০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ব্রাহ্মণবাড়িয়ার একটি এতিমখানায় হামলা চালিয়ে ৩১ জন ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। খেলা নিয়ে বাগবিতণ্ডার জেরে বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর এলাকার কলেজপাড়ার মদিনাতুল তাহফিজ একাডেমি ও এতিমখানায় এ হামলার ঘটনা ঘটে। আহত মাদরাসার ছাত্ররা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছে।

এতিমখানার পরিচালক হাফেজ মো. ইমরান সাংবাদিকদের জানান, বিকেলে এতিমখানার পাশেই ছাত্ররা খেলাধুলা করছিল। এ সময় স্থানীয় এক ছেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়। পরবর্তী সময়ো সন্ধ্যায় দল বেঁধে স্থানীয় নারী-পুরুষ মিলে এতিমখানায় হামলা চালিয়ে ছাত্রদেরকে পিটিয়ে আহত করে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, বালুরমাঠে ফুটবল খেলার সময় মাদরাসাছাত্রদেরকে বাধা দেন স্থানীয় এক তরুণ। ওই তরুণ ক্রিকেট খেলবে জানিয়ে এতিমখানার ছাত্রদের চলে যেতে বলেন। এ নিয়ে বাগবিতণ্ডার জেরে হামলার ঘটনা ঘটেছে।


আরও খবর