Logo
শিরোনাম

বগুড়ায় নদীতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রকাশিত:শনিবার ৩০ জুলাই ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বগুড়ায় করতোয়া নদীতে বন্ধুদের সাথে গোছলে নেমে মোঃ সৈকত (১১) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি শুক্রবার বিকেল ৩টার দিকে শহরের মালতীনগর ভাটকান্দি ব্রীজ এলাকায় ঘটে।

মারা যাওয়া সৈকত শহরের মালতীনগর শান্তিবাগ এলাকার অটো রিক্সাচালক মোঃ খোকনের ছেলে ও শহরের ওয়াইএমসিএ স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীরা জানান, সৈকত ও তার দুই বন্ধু মিলে বেলা আড়াইটার দিকে ভাটকান্দি ব্রীজ এলাকায় করতোয়া নদীতে গোছলে নামে। গোছলে নেমে শোলার তৈরি ভেলায় তারা বন্ধুরা মিলে খেলায় মেতে উঠে। বেলা সোয়া তিনটার দিকে শোলার ভেলা থেকে সৈকত পিছলে নদীতে পড়ে যায়। এসময় অন্য দুই বন্ধু নদী থেকে উঠে এসে সৈকতের পরিবারকে খবর দেয়। খবর পেয়ে এলাকার সহস্রাধিক মানুষ ব্রীজের আশপাশে ভিড় জমায়। স্থানীয় জুহা নামে এক ব্যক্তি বেলা সাড়ে ৪টায় সৈকতকে নদীতে থাকা কচুরীপানার নিচ থেকে উদ্ধার করে। এসময় সৈকতকে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়া শহরের বনানী পুলিশ ফাঁড়ির এসআই সাজ্জাদ জানান, সৈকতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আরও খবর